promotional_ad

ক্রিকেটারদের নেতা হলেন শেন ওয়াটসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। মঙ্গলবার (১২ নভেম্বর) সিডনিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ওয়াটসনকে এসিএর সভাপতি পদের দায়িত্ব দেয়া হয়।


২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৩ হাজার ৭৩১ রান ও ৭৫ উইকেট, ওয়ানডেতে ৫ হাজার ৭৫৭ রান ও ১৬৮ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৬২ রান ও ৪৮ উইকেট শিকার করেছেন ওয়াটসন।



promotional_ad

এবার দেশের ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন দায়িত্ব পেলেন তিনি। এমন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত সাবেক এই অজি তারকা।


ওয়াটসন বলেছেন, 'এসিএর সভাপতি হতে পেরে সত্যিই আমি সম্মানিত। আমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। যে খেলা এতো কিছু দিয়েছে সেটাকে কিছু ফিরিয়ে দেয়ার সুযোগ পেয়ে আমি অনেক বেশি রোমাঞ্চিত।' 


সংগঠনটির সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে এই সভায়। সদস্যের সংখ্যা ৭ থেকে ১০ জন করা হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার প্যাট কামিন্স, নারী জাতীয় দলের ক্রিকেটার ক্রিস্টেন বিমস ও সাবেক নারী ক্রিকেটার লিসা স্টালেকার সংগঠনটির নতুন তিন সদস্য।



বাকি সদস্যরা হলেন- অ্যারন ফিঞ্চ, অ্যালিসা হিলি, মোয়েসেস হেনরিক্স, নেইল ম্যাক্সওয়েল, জেনেট টর্নি ও গ্রেগ ডায়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball