ছন্দ হ???রিয়ে গেলে ফিরে পাওয়া কঠিনঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||
ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। নাঈম শেখ এবং মোহাম্মদ মিঠুন মিলে পরবর্তীতে হাল ধরে দলকে স্বপ্ন দেখাতে থাকেন সিরিজ জয়ের।
তাঁদের ৫০ বলে ৯৭ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু মিঠুন বিদায় নেয়ার পরই ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন ভারতীয় বোলাররা। কিন্তু শুরুর দুই উইকেট হারিয়ে প্রথমেই ছন্দ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।
এমনটাই মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শেষের পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়েছে তার দল। এভাবে দ্রুত উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় বলে মনে করছেন বাংলাদেশের এই কাপ্তান।

সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেন, 'আপনি যদি ৩টি ম্যাচের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন আমরা ভালো খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট যেখানে ছন্দ হারিয়ে ফেলতে ফিরে পাওয়া কঠিন।
এই ম্যাচে আমরা ছন্দেই ছিলাম কিন্তু দ্রুত ৩-৪ উইকেট হারিয়েছিল ৬-৭ বলে। এখানেই ম্যাচটা হাত থেকে ছিটকে গিয়েছে। পুরো সিরিজে এমন কয়েকবার হয়েছে। এসব পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। বার বার একই ভুল হচ্ছে।'
নাগপুরে শেষ পাঁচ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৯ রান। হাতে ৬ উইকেট আর ক্রিজে নাঈম শেখের মতো সেট ব্যাটসম্যান স্বপ্ন দেখাচ্ছিলেন ভারতের বিপক্ষে সিরিজ জয়ের।
কিন্তু শেষ পর্যন্ত ৩০ রানের পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয় মাহমুদউল্লাহবাহিনীকে। ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন ভারতের দুই বোলার শিভাম দুবে এবং দিপাক চাহার।