অঘোষিত ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ২-২ সমতায় রয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। রবিবার (১০ নভেম্বর) অকল্যান্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি অঘোষিত ফাইনাল বলা চলে। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় ইয়ন মরগানের দল। কিন্তু পরের দুটি ম্যাচ পরপর জিতে নেয় স্বাগতিকরা। টিম সাউদির নেতৃত্বে দুর্দান্ত খেলে কিউইরা। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ থাকলেও ইংল্যান্ড সেই সুযোগ দেয়নি নিউজিল্যান্ডকে।

দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয় সফরকারীরা এবং ২-২ সমতায় ফেরে। সঙ্গে টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করা দলটি। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ২৪১ রানের পুঁজি এনে দিতে ভূমিকা রাখেন ডেভিড মালান।
অধিনায়ক মরগানও সিরিজে ফিরতে মরিয়া ছিলেন। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনিও। বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ লেগ স্পিনার ম্যাট পারকিনসন। গত ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া নিয়ে মাঠে নামতেই পারে ইংল্যান্ড।
ঘরের মাঠের সুবিধা পুরোপুরি লুফে নিতে চাইবে নিউজিল্যান্ড। ইংলিশদের হারিয়ে সিরিজ জয়ের শিরোপা ঘরে তুলতে চাইবে দলটি। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে দুই দলের।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কলিন মুনরো, টিম সেফার্ট (উইকেটরক্ষক), রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ডার্ল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): ডেভিড মালান, টম বেন্টন, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), লুইস গ্রেগরি, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম কারান, ম্যাট পারকিনসন ও প্যাট ব্রাউন।