নাগপুরে দিল্লী ফেরাতে চায় বাংলাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দিল্লীতে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই ভারতের মাটিতে ইতিহাস রচনা করার। কিন্তু রোহিত শর্মার তাণ্ডবের সামনে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়ে মাহমুদউল্লাহবাহিণীকে।
তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। তাই নাগপুরে অনুষ্ঠেয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। তৃতীয় টি-টোয়েন্টির আগে শফিউল ইসলাম জানিয়েছেন, নাগপুরে দিল্লীর ম্যাচের মতো পারফর্ম করতে চায় বাংলাদেশ।

রাজকোটের ভুলগুলো নাগপুরে আর পুনরাবৃত্তি করতে চায় না মাহমুদউল্লাহবাহিনী। শফিউল বলেন, 'অবশ্যই, আমাদের এখনও সুযোগ আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যেরকমভাবে খেলেছি।
সেরকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোট ছোট ভুল ছিল, যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।'
রোহিত শর্মার ব্যাটিং থেকে বাংলাদেশের অনেক কিছু শিখার আছে বলে মনে করছেন শফিউল। সেই সঙ্গে রাজকোটের হার দলের ওপর মানসিকভাবে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন এই পেসার।
শফিউল আরও বলেন, 'রোহিত শর্মার ভালো একটা দিন গিয়েছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি, এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।'