promotional_ad

মরগান-মালানে রেকর্ডের পাতা ওলট-পালট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের পক্ষে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন ডেভিড মালান। ৩১ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


সেঞ্চুরি হাঁকানো মালান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে জুটি গড়েন ১৮২ রানের। যা এই ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ জুটির রেকর্ড। এছাড়া ইংলিশদের হয়ে সর্বোচ্চ জুটি এটাই। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবি বোপারা-অ্যালেক্স হেলস মিলে করেছিলেন ১৫৯ রান।



promotional_ad

মালানকে সঙ্গে জুটি বাধা ইয়ন মরগানও অবশ্য রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন এদিন। ইংলিশদের জার্সিতে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 


মরগান এবং মালানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ২৪১ রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ১৬৫ রানে। ফলে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনে ইয়ন মরগানের দল।


টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকিয়েছেন মালান। এর আগে ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। হেলসের চেয়ে ১২ বল কম খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মালান।



এছাড়া ১৬-২০ ওভার পর্যন্ত ইংল্যান্ড ৭৬ রান যোগ করেছে স্কোরবোর্ডে। যা আরেকটি রেকর্ড। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান শেষ ৪ ওভারে তুলেছিল ৭৫ রান, ২০১৭ সালে। 


পাশাপাশি শেষ ১০ ওভারে ইংলিশরা তুলেছে ১৫৩ রান। যা টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। মরগান-মালান জুটির তাণ্ডবে রেকর্ড গড়া ইনিংসে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডও তাদের সর্বোচ্চ স্কোর করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball