promotional_ad

সামনের দিনটাই লিটনের হবে, বিশ্বাস মাহমুদউল্লাহর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শেষ ৭ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই লিটন দাসের। এর মধ্যে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ এবং বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ২৯ রান করে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 


রাজকোটে ভালো শুরু পেয়েও সেটাকে বড় স্কোরে রূপান্তরিত করতে পারেননি লিটন। দুইবার জীবন পেয়েও তিনি সাজঘরে ফিরেছেন ২৯ রান করে। টানা ব্যর্থতার মাঝে থাকা এই ব্যাটসম্যানকে তারপরও সুযোগ দিতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।



promotional_ad

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস, নিজের দিনে দলকে একাই টেনে নেয়ার ক্ষমতা আছে ডানহাতি এই ব্যাটসম্যানের। সামনের ম্যাচেই তাঁর কাছ থেকে বড় স্কোর আসবে বলে আশাবাদী তিনি।


মাহমুদউল্লাহ বলেন, ‘লিটন সব সময় এমন আক্রমণাত্মক খেলে থাকে। আমরা জানি ও খুবই ভালো এবং ট্যালেন্টেড ব্যাটসম্যান। হয়তো ওর দিনে ও একাই টেনে নিয়ে যাবে। ওই দিনটা সামনের ম্যাচেই আমরা পাবো ইনশা আল্লাহ।’ 


দলের জন্য বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন লিটন। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে ৬০ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যানের কাছ থেকে তাই আরেকটু বাড়তি কিছু আশা করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।



মাহমুদউল্লাহ আরও বলেন, ‘একবার-দুইবার না, ও তো ধারাবাহিকভাবে এই ফরম্যাটে ভালো ব্যাটিং করছে। দল হিসেবে আমরা প্রত্যাশা করি যে ওর ওই ক্ষমতা আছে একটা বড় ইনিংস খেলার। তাহলে যদি আমাদের রানটা আরেকটু বাড়তে পারে। আশা করছি নিজের ভুলগুলো সে বুঝতে পারবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে রান করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball