আমরা একই ভুল বারবার করিঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলীয় ব্যর্থতায় হতাশায় ডুবতে হয়েছে মাহমুদউল্লাহবাহিনীকে। দিল্লিতে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশকে রাজকোটে একাই পথ ভুলিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।
তার ৮৫ রানের ঝড়ো ইনিংসের সামনে পাত্তাই পাননি বাংলাদেশের বোলাররা। ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে রোহিত শর্মার দল। এই হারের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।
কারণ দলের খেলোয়াড়রা অনেক সময় একই ভুল বারবার করে থাকেন। মাহমুদউল্লাহ বলেন, ক্রিকেট এমন একটি খেলা, যেখানে আপনি প্রতিদিন শিখবেন। কিছু সময় আমরা একই ভুল বারবার করি। বড় খেলোয়াড়রা প্রতিনিয়ত একই ভুল করে না। তাঁরা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে। দল হিসেবে আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে এই ভুলগুলো বারবার না করার জন্য।’

প্রথম ১০ ওভারে ৭৮ রান তোলার পর শেষ ১০ ওভারে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানরা মাঝে উইকেট ছুঁড়ে দিয়ে আসায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দল। মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং আফিফ হোসেন দ্রুত বিদায় নেয়ার মোমেন্টাম হারিয়ে ফেলে দল।
তখনই বাংলাদেশের রান রেটের গতি কমে যায়। দ্রুত ব্যাটসম্যানদের বিদায়ই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে বলে মনে করছেন রিয়াদ। এসব ছোট ছোট ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে বলে মনে করেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা প্রথম থেকে জানতাম যে উইকেট ভালো হবে। কারণ যখন আমরা আজ মাঠে আসি, এমনকি কালকেও যখন দেখি তখন উইকেটটি বেশ শক্ত ছিল। যখন একটি উইকেট শক্ত থাকে তখন বোঝা যায় যে বল ব্যাটে ভালোমতো আসবে। এরপরও আমি আগেই যেটা বললাম যে ওপেনাররা বেশ ভালো শুরু এনে দিয়েছিল।’
‘মিডল ওভারে আমাদের মনে হয় যে ১২ থেকে ১৪ রান দেয়ার ঐ ওভারটিতে দুই-তিনটি উইকেট পড়েছে। সে সময় রান রেটটি একটু স্লো হয়ে গিয়েছিল যেখানে হয়তো একজন সেট ব্যাটসম্যান থাকলে আরও সহজ হতো। আমরা হয়তো রানের চাকা সচল রাখতে পারতাম। এই জায়গাগুলোতে আমরা ভুল করেছি।’ যোগ করেন মাহমুদউল্লাহ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। ১০ নভেম্বর নাগপুরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত।