promotional_ad

ফিরলেন আফিফ, ক্রিজে মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা। রাজকোটের সৌরাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।


মুশফিক-সৌম্যর বিদায়ঃ নাঈম শেখ বিদায় নেয়ার পর ক্রিজে নেমে বেশীক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে চাহালকে স্লগ সুইপ মারতে গিয়ে বিদায় নেন আগের ম্যাচে বাংলাদেশের জয়ের  নায়ক। একই ওভারের শেষ বলে স্ট্যাম্পিং হন সৌম্য। ৩০ রান আসে তার ব্যাট থেকে। এরপর বেশীক্ষণ উইকেটে টিকতে পারেননি আফিফ হোসেনও। ৬ রানে বিদায় নেন এই তরুণ।


ফিরলেন নাইমঃ ওপেনিংয়ে নিজেদের দায়িত্বটা দারুণ ভাবে পালন করছিলেন নাঈম। ভারতের বোলারদের বিপক্ষে নিজের সহজাত ব্যাটিং করে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ।  



promotional_ad

জীবন পেলেন লিটনঃ ঋশভ পান্তের কাছে স্টাম্পিংয়ে জীবন পাওয়ার পর পরের ওভারে ক্যাচ তুলেছিলেন লিটন। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন রোহিত শর্মা। তবে দুই বার জীবন পেলেও ব্যক্তিগত ২৯ রানে রান আউটের ফাঁদে পরে বিদায় নেন তিনি।


নাঈম-লিটনের শুভ সূচনাঃ টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছেন বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ এবং লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে পেসার মোহাম্মদ খলিলের প্রথম ৩ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়েছেন নাঈম।


তৃতীয় ওভারে দিপক চহরের বিপক্ষে খানিকটা সতর্ক হয়েই ব্যাটিং করেছেন এই ওপেনার। পঞ্চম ওভারে খলিলকে আরও দুটি বাউন্ডারি হাঁকান নাঈম। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগে যুবেন্দ্র চহলকে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন লিটন দাস।


আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছিলেন লিটন। কিন্তু টিভি ক্যামেরায় দেখা যায় উইকেটের পেছনে থাকা ঋশভ পান্ত স্টাম্পের আগে থেকে বল ধরেছেন। যে জন্য জীবন পান লিটন, পরের দুই বলে চহলকে আরও দুটি বাউন্ডারি হাঁকান এই ব্যাটসম্যান। 



সংক্ষিপ্ত স্কোরঃ 
বাংলাদেশ- ১২৮/৫ (১৬.৩ ওভার)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball