অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারায় সফরকারী বাংলাদেশ। সিরিজ জয়ের মিশন নিয়ে এবার রাজকোটে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মাহমুদউল্লাহরা।
উইনিং কম্বিনেশন ঠিক রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ। অপরদিকে প্রথম ম্যাচে হারলেও একাদশে পরিবর্তন আনেনি ভারতও।

বাংলাদেশের একাদশে যথারীতি তিনপেসার খেলছে আজকের ম্যাচে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকছেন আল-আমিন হোসেন এবং শফিউল ইসলাম।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।
ভারত একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আইয়ার, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম ডুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।