বরখাস্ত ডিন জোন্স, মিসবাহকে বেছে নিল ইসলামাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাদের হেড কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ডিন জোন্স। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হককে।
যদিও মিসবাহকে এই পদে দায়িত্ব দেয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দুইবারের পিএসএল চ্যাম্পিয়ন দলটি। গুঞ্জন রয়েছে, পাকিস্তান দলের দায়িত্ব নেয়ার আগেই মিসবাহর সঙ্গে চুক্তি সেরেছিল ইসলামাবাদ।

পিএসএলের প্রথম তিন মৌসুমে ইসলামাবাদের হয়ে খেলেছেন মিসবাহ। চতুর্থ মৌসুমে মিসবাহ দল পাল্টে পেশোয়ার জালমিতে যান। এবার কোচ হিসেবে ফিরছেন পুরনো দলে।
বৃহস্পতিবার টুইটারে এক ভিডিও বার্তায় নিজের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জোন্স। তার অধীনেই দুইবার পিএসএল শিরোপা জিতেছে ইসলামাবাদ। এ ছাড়া টানা ৪ আসরে দলকে শেষ চারে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ।
মিসবাহর আগে সাবেক কোচ মিকি আর্থারকেও পাকিস্তান দলের পাশাপাশি পিএসএলে কোচিং করাতে দেখা গিয়েছে। করাচি কিংসের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
এ ছাড়া পাকিস্তানের সাবেক বোলিং কোচ আজহার মাহমুদও জাতীয় দলের পাশাপাশি পিএসএলে বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। আর্থারের সঙ্গে করাচি কিংসে জুটি বেঁধেছিলেন সাবেক এই অলরাউন্ডার।