অধিনায়কত্বের কথা ভেবে চাপ নিতে নারাজ মুমিনুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিবেন মুমিনুল হক। অধিনায়কত্বকে চাপ হিসেবে না দেখে বরং দলের জন্য রান করার প্রতি গুরুত্ব দিচ্ছেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।
অধিনায়কত্বকে বাড়তি দায়িত্ব বলে গণ্য করতে নারাজ মুমিনুল নিজের খেলাটি খেলতে চান ভারত সফরে। এমনটা করতে পারলে সাফল্য পাওয়া অসম্ভব কিছু হবে না বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে খেলায় ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

মুমিনুল বলেন, 'কখনোই এভাবে চিন্তা করিনি অধিনায়কত্ব অতিরিক্ত চাপ, দায়িত্ব। এভাবে চিন্তা করলে বাড়তি চাপ হয়ে যায়। আগে যেভাবে খেলেছি, রান করার জন্য, দলের জন্য সেভাবেই খেলেছি। যদি আমি চিন্তা করি তবে প্রভাব পড়বে।'
অধিনায়ক হিসেবে নয়, বরং একজন ব্যাটসম্যান হিসেবে দলকে এগিয়ে নিতে ইচ্ছুক ৩৬টি টেস্ট খেলা মুমিনুল। তাঁর বিশ্বাস এই ভাবনা তাঁকে বাড়তি চাপ থেকে দূরে রাখতে সহায়তা করবে।
৩৬টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান বলেন, 'আমি যদি ভাবি আমি অধিনায়ক আমার অনেক দায়িত্ব আছে আমাকে দলকে সামনে টেনে নিতে হবে তাহলে কিছুটা চাপ তৈরি হবে। আর যদি আগের মত খেলি যে আমি একজন ব্যাটসম্যান দলের জন্য রান করতে হবে, স্বাভাবিক খেলাটা খেললে ওরকম প্রভাব পড়বেনা।'
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় এই সফরে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক।