টি-টোয়েন্টি জয় টেস্টেও কাজে দেবে, বিশ্বাস মুমিনুলের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারী বাংলাদেশ। দিল্লিতে দারুণ এই জয় আসন্ন টেস্ট সিরিজেও আত্মবিশ্বাস যোগাবে দলকে, বিশ্বাস টেস্ট দলের নতুন অধিনায়ক মুমিনুল হকের।
বেশ কিছুদিন ধরে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কিছুদিন আগে ১১ দফা দাবিতে ধর্মঘট করে বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান।

এই অস্থির পরিস্থিতির মাঝে ভারতের বিপক্ষে জয়টি কিছুটা স্বস্তি দিচ্ছে মাহমুদউল্লাহদের। টেস্ট সিরিজেও এর প্রভাব থাকবে বলে মনে করছেন সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া মুমিনুল।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি এ সময়টায় জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন আমাদের কিছু ঝামেলা গিয়েছিল, এই হিসেবে চিন্তা করলে আমি বলবো এমন জয় আমাদের টেস্টেও বেশ কাজে দিবে। সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।'
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতেের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। এরপর তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।