সাকিবের শাস্তি কমানোর আপিল করার সুযোগ নেইঃ পাপন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরের বছর ক্রিকেটে ফিরতে পারলেও আইসিসির সকল নির্দেশনা মেনে চলতে হবে তাকে। তবে, আপাতত আলোচনায় কেবল পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রথম বছরটি।
সাকিবকে নিষিদ্ধ করার পর ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওঠে, তাঁর শাস্তি কমাতে আপিল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বুধবার এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি নিয়ে তাদের কিছুই করণীয় নেই বলে জানিয়েছেন তিনি। কারণ আপিল করার সুযোগই নেই বলে জানিয়েছেন নাজমুল হাসান।

সাকিব যদি নিজ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ দিয়ে থাকেন তাহলে বিসিবি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু আগ বাড়িয়ে কোনো কিছু করে বিপদে পড়তে নারাজ বিসিবি।
বুধবার সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘এই জিনিসগুলো আপনারা বলছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এই বিষয়টা নিয়ে আপিলই করা যাবে না। কোনো পক্ষ করতে পারবে না, এটাই জানি আপাতত। এটা সাকিবের কাছ থেকেই জানা, এমন না যে নিজে থেকে জেনেছি। এরা যেটা দিয়েছে, সেটা থেকেই জেনেছি যে করা যাবে না।’
‘এটা আগ বাড়িয়ে করতে গেলে সমস্যা কোথায় হবে আপনাদের বলি, ওর কিন্তু শাস্তি এক বছর আরেক বছর স্থগিতাদেশ। এখন এমন কিছু করলাম পরে শাস্তি বেড়ে গেল, সব দোষ তখন বিসিবির। আমরা এই ঝুঁকি নিতে রাজি না। ওর সঙ্গে আলাপ-আলোচনা না করে বা ওর সিদ্ধান্ত ছাড়া এটা নিয়ে কিছু করাটা রিস্কি, টু আর্লি। এখনই সময় হয় নাই।’ যোগ করেন বিসিবি সভাপতি ।
২০১৮ সালে তিনটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। যার কোনোটি সম্পর্কে আইসিসি বা বিসিবিকে অবগত করেননি সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের এই টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। এই কারণেই তাঁকে শাস্তি দিয়েছে আইসিসি।