অধিনায়কত্বের কথা স্বপ্নেও ভাবেননি মুমিনুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে মুমিনুল হককে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এবারই প্রথম তার কাধে উঠেছে এই গুরুদায়িত্ব। যদিও বিষয়টির জন্য প্রস্তুত ছিলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার বিষয়টি কখনও মাথায় আনেননি মুমিনুল। অপ্রত্যাশিতভাবে এই দায়িত্ব পেয়ে গেছেন তিনি।
মমিনুল বলেন, ‘কোনোভাবেই প্রস্তুত ছিলাম না, পুরোপুরি অপ্রত্যাশিত এটা। কোনো সময়ই চিন্তা করিনি বাংলাদেশ দলের অধিনায়ক হবো। টেস্ট দলের অধিনায়ক হবো এমন কিছু স্বপ্নেও ছিল না। যাই হোক, পেয়েছি আলহামদুলিল্লাহ।’

নেতা হওয়ায় দায়িত্ব বাড়লেও চাপ নিচ্ছেন না মুমিনুল ‘কখনোই এভাবে চিন্তা করিনি অধিনায়কত্ব অতিরিক্ত চাপ, দায়িত্ব। এভাবে চিন্তা করলে বাড়তি চাপ হয়ে যায়। আগে যেভাবে খেলেছি, রান করার জন্য, দলের জন্য সেভাবেই খেলব।’ যোগ করেন মুমিনুল।
৮ নভেম্বর ইনদোরের উদ্দেশে দেশ ছাড়বেন মমিনুল হক, সাদমান ইসলাম অনিকসহ টেস্ট দলের অন্যান্য সদস্যরা। এর আগে বুধবার মিরপুরে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঐচ্ছিক অনুশীলন করেছেন মমিনুল, সাদমান এবং ইমরুল কায়েসরা।
লাল এবং গোলাপি বলে নিজেদের ব্যাটিংটা ঝালাই করে নিয়েছেন তাঁরা। এ ছাড়া বোলিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই টেস্টটি হবে দিবা-রাত্রির। যা দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা।