বিপিএল শুরু ১১ ডিসেম্বর

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ৬ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়াবে আগামী ১১ই ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

এই প্রসঙ্গে পাপন বলেন,'৮ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হলে খেলা চার পাঁচ দিন পিছিয়ে যাওয়ারই কথা। এদিকে ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের টেস্ট। টেস্ট চলাকালীন করবো কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
এছাড়া হোটেল পাওয়াও একটা বিষয় ছিল। শেষ পর্যন্ত আমরা বুকিং দিয়েছি প্লেয়ার ড্রাফট হচ্ছে তাই ১৭ তারিখ (নভেম্বর), উদ্বোধনী অনুষ্ঠান ৮ তারিখ (ডিসেম্বর) আর খেলা শুরু হচ্ছে ১১ তারিখ(ডিসেম্বর।'
বিপিএলের গত দুটি আসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেনি বিপিএল গভর্নিং বডি।শুধু বেলুন উড়িয়ে এবং আতশবাজি পুড়িয়ে সাদামাটা ভাবে পর্দা ওঠে টুর্নামেন্টটির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।