promotional_ad

সাকিবের সঙ্গে সৌম্যর তুলনা উচিত নাঃ নান্নু

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে নিয়মিত তিন নম্বরে খেলেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে ভারত সফরের দলে নেই এই অলরাউন্ডার। সাকিবের অবর্তমানে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি তিন নম্বরে দেখা গেছে সৌম্য সরকারকে।


বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সাকিবের ভূমিকায় খেলছেন না সৌম্য। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান হলেও তাঁরা দুজন দু রকমের ব্যাটসম্যান। তাই দুজনের মধ্যে তুলনা করা উচিত না বলে মনে করেন তিনি। দলের প্রয়োজনেই প্রথম টি-টোয়েন্টিতে সৌম্যকে তিন নম্বরে খেলানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে নান্নু বলেন, 'দেখুন সাকিব এক ধরনের ক্রিকেটার। সৌম্য আরেক ধরনের ক্রিকেটার। টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা করছে সেটা অনুযায়ী কিন্তু ব্যাটিং অর্ডার সাজাচ্ছে। ওইভাবে তুলনা করা উচিত না। আমাদের টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান আছে।'


নান্নু মনে করেন টি-টোয়েন্টিতে কোনো প্রতিষ্ঠিত ব্যাটিং অর্ডার থাকে না। ম্যাচের অবস্থা অনুযায়ী অনেক পরিবর্তন আনা হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ম্যানেজমেন্ট যা ভালো মনে হয় করবে বলে জানিয়েছেন নান্নু।


বিসিবির এই নির্বাচক বলেছেন, 'টিম ম্যানেজমেন্ট যাকে যখন যেখানে চায় নামাবে। আর টি-টোয়েন্টিতে কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটিং অর্ডার থাকে না। অনেক সময় অবস্থা অনুযায়ী অনেক কিছুর পরিবর্তন হয়। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটাই করবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball