promotional_ad

বিপ্লবের বোলিংয়ের প্রশংসায় চাহাল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ ওভার বোরিং করে ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের নবাগত স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তাঁর শিকারে পরিণত হয় ভারতের দুই ব্যাটিং ভরসা লোকেশ রাহুল এবং শ্রেয়াশ আইয়ার।


এমন বোলিংয়ের পর ভারতের তারকা লেগ স্পিনার যুবেন্দ্র চাহালের প্রশংসা পেয়েছেন বিপ্লব। মঙ্গলবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে চাহাল জানিয়েছেন, বিপ্লবের বোলিং দেখে মনে হয়েছে সে ভালো স্পিনার।



promotional_ad

যদিও বিপ্লবকে নিয়ে একটি ভুল ধারণা রয়েছে চাহালের। ভারতের এই লেগ স্পিনারের ধারণা বিপ্লব ঘরোয়া ৪০-৫০টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। আসলে দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে বিপ্লব খেলেছেন সবে ২৬ ম্যাচ।


এ প্রসঙ্গে চাহাল বলেন, ‘সে(বিপ্লব) নিশ্চয়ই ঘরোয়া লিগে ভালো খেলে জাতীয় দলে খেলতে এসেছে। সে হয়তো সব মিলিয়ে ৪০-৫০টা ম্যাচ খেলেছে । সে প্রয়োজনীয় সময়ে দুটি ভালো উইকেট নিয়েছে। সুতরাং বলতেই হয় সে ভালো স্পিনার।’


ভারতের বিপক্ষে এই সিরিজে নেই বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সেরা দুই খেলোয়াড়কে ছাড়াও যে বাংলাদেশ ভয়ঙ্কর সেটা মেনে নিয়েছেন চাহাল।



এই লেগ স্পিনার ভাষ্যমতে, ‘সাকিব-তামিমকে ছাড়াই বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ একটি দল। এই দলটাতে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে, নতুনরাও ভালো করছে। সুতরাং এটা মনে করার কোনো কারণই নেই যে, দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে তারা আরও দুর্বল হয়ে গেছে।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball