অনূর্ধ্ব-১৯ দলের ট্রফি ভাগাভাগি
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচটিও ড্র হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দারুণ লড়াই করেছে দুই দল। দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচটিও ড্র হয়। এতে ট্রফি ভাগাভাগি করেছে দুই দল।
ম্যাচটিতে প্রথমে ইনিংসে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। শাহিন আলমের সাত উইকেটে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৪ রানে প্রথম ইনিংসে থামিয়ে দেয় স্বাগতিকরা।
প্রান্তিক নাবিলের ৯৮ এবং আলভী হকের ৭২ রানে প্রথম ইনিংসে ১৭০ রানের লিড পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখায় লঙ্কান যুবারা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের শাসন করে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। শ্রীলঙ্কা যুব দলের অধিনায়ক নিপুন ধনঞ্জয়া ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেন। ৫৫ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন সোনাল দিনুশা।

এ ছাড়া লক্ষ্মণ গামাগে এবং দিমুথ ভেল্লালাগে ৪৫ রান করে করেন। ৩৪৬ রানে ৯ উইকেট হারালে চতুর্থ দিনের শেষ বেলায় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারী দলটি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪ ওভার ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতেই ৩ উইকেট হারায় তারা, সংগ্রহ করে ৩৭ রান। ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন সাজিদ হোসেন। এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
দুর্দান্ত বোলিং করা শাহিন আলম পান ম্যাচ সেরার পুরষ্কার। ৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংসঃ ৫৪.৩ ওভারে ১৮৪/১০ (বিক্রমাসিংহে ৭৩, গামাজি ৪৭; শাহিন ৭/৬২, রুহিত ২/৬০)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংসঃ ১২০.৪ ওভারে ৩৫৪/১০ (নাবিল ৯৮, আলভী ৭২; নিপুন ৪/৩৫, বিক্রমাসিংহে ২/১৯)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংসঃ ১৪৯ ওভারে ৩৪৬/৯ ডিঃ (নিপুন ৮১, দিনুশা ৫৫; আশরাফুল ৩/৭৬, মেহেদী ৩/৫২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংসঃ ১৪ ওভারে ৩৭/৩ (সাজিদ ১৮*, আলভী ৭; অ্যামসি ২/১০)।