স্মিথের ঝড়ে উড়ে গেল পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিততে পারেনি অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেও বৃষ্টি বাধায় কোনো ফলাফল ছাড়াই মাঠ ছাড়ে স্বাগতিকরা। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দেয়নি অজিরা। স্টিভ স্মিথের অপরাজিত ৮০ রানের ইনিংসের ওপর ভর করে তিন ম্যাচ সিরিজে ১-০ লিড নিয়েছে স্বাগতিকরা।
ক্যানবেরায় টস জিতে প্রথমে ব্যাটিং করা নামা পাকিস্তান ৬ উইকেটে ১৫০ রান তোলে। এই রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে জয় এনে দেন ব্যাট হাতে ঝড় তোলা স্টিভেন স্মিথ। ৮০ রানের হার না মানা ইনিংস খেলে ১৮.৩ ওভারে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাচ সেরা স্মিথ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম দুই ওভারে পাকিস্তানের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওভারে ইমাদ ওয়াসিমকে টানা ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু এরপরের ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হন ২০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগে অ্যারন ফিঞ্চকে বিদায় করেন মোহাম্মদ ইরফান। দুই ওপেনার ফিরলেও পাকিস্তানের বোলারদের দিশেহারা করে তোলেন স্টিভেন স্মিথ। তাঁকে দারুণ সঙ্গ দেন বেন ম্যাকডরমট। ১০৬ রানে ম্যাকডরমট ফিরলেও স্মিথ তুলে নেন হাফ সেঞ্চুরি।
এরপর অ্যাস্টন টার্নারকে সঙ্গে নিয়ে ৯ বল বাকি থাকলেও অজিদের জয় নিশ্চিত করেন স্মিথ। ৫১ বলে ১১ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে আমির, ইমাদ ওয়াসিম এবং ইরফান নেন একটি করে উইকেট।

এরআগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেললেও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ওপেনার ফখর জামান এবং হারিস সোহেলের উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেকে দলকে টেনে তোলেন বাবর এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার স্পিনারদের বিপক্ষে হাত খুলেই খেলছিলেন দুজন। কিন্তু ব্যক্তিগত ১৪ রানে অ্যাস্টন অ্যাগারকে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন রিজওয়ান। ৬২ রানে ৩ উইকেট হারানো সফরকারীদের আরও বিপদে ফেলেন আসিফ আলী।
৪ রান করেই প্যাট কামিন্সের তালুবন্দী হন এই ব্যাটসম্যান। এরপর ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রান ছাড়িয়ে দেয়ার পাশপাশি সিরিজে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। এরপর রান আউট হয়ে থামতে হয় তাঁকে।
বাবর ফিরলেও অস্ট্রেলিয়ার বোলারদের ওপর শেষের দিকে তাণ্ডব চালান ইফতিখার। তার ৩৪ বলে ৬২ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় পাকিস্তান। অ্যাস্টন আগার ২৩ রান দিয়ে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৫০-৬ (২০ ওভার) (ইফতিখার ৬২, বাবর ৫০) (অ্যাগার ২/২৩)
অস্ট্রেলিয়াঃ ১৫১-৩ (১৮.৩ ওভার) (স্মিথ ৮১) (ইরফান ১/২৭)