রাজকোটে ফিল্ডিংয়ে বিশেষ নজর বাংলাদেশের

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফিল্ডিংয়ে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাজকোটে ভারতের বিপক্ষে নামতে চায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে জেতা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে আছে। বৃহস্পতিবারের (৭ নভেম্বর) ম্যাচটির জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নামতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
রাজকোটের ব্যাটিং সহায়ক উইকেটে ফিল্ডিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা জানা আছে বাংলাদেশের। তাই গুজরাটের এই মাঠে প্রথম দিনের অনুশীলনে ফিল্ডিংয়ে বেশি মনোযোগ দিতে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের।
দিল্লিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলেও ৩০ গজের মধ্যে ফিল্ডিংটা মনমতো হয়নি সফরকারীদের। রোহিত শর্মার বিদায়ের পর ভারতীয় ব্যাটসম্যানরা ৩০ গজের ভেতরে বল রেখে বেশকিছু এক রান নিয়েছেন। যা চোখে পড়েছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
তাই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবুজ গালিচায় শিষ্যদের ফিল্ডিং অনুশীলন করিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটরি, যিনি ফিল্ডিং সেশনের দায়িত্বে ছিলেন।

চেয়ারে দুটি বোর্ড রেখে সেখানে সম্পূর্ণ গতিতে বল ছোঁড়া হচ্ছিল। বোর্ডে বাধা প্রাপ্ত হয়ে বল ভালো গতিতে বিভিন্ন দিকে ফিরে এলে ফিল্ডিংয়ে থাকা ক্রিকেটাররা সেগুলো ধরার চেষ্টা করেছেন।
প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এসে তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ফিল্ডিং নিয়ে বললেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে আমরা আরও সচেতন হচ্ছি। টি-টোয়েন্টি ম্যাচে যারা ভালো ফিল্ডিং করে, তাদের জেতার সম্ভাবনা বেশি থাকে। ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগ বেশি দেয়া হচ্ছে যাতে আমরা প্রতিটা সুযোগ কাজে লাগাতে পারি।’
বাংলাদেশ ফিল্ডিং নিয়ে প্রায় সময়ই সমালোচনা হয়। কিন্তু ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। যে কারণে রাজকোটের হাইভোল্টেজ ম্যাচে ফিল্ডিং দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে প্রস্তুত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
‘আমরা মনে করি এটা ব্যাটিং উইকেট এবং দিল্লির চেয়ে ভালো হবে। আমরা মনে করছি ভালো রান নিতে পারব।’ বলেছেন আফিফ।
প্রতিনিয়তই ফিল্ডিং নিয়ে কাজ করছে বাংলাদেশ। তবু বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচে প্রভাব পড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, ফিল্ডিংয়ে ধারাবাহিক হতে হবে বাংলাদেশকে।
তিনি বলেছেন, ‘আমাদের ফিল্ডিংয়ে ধারাবাহিক হতে হবে। কারণ এটাই দলের জয়ে সবচেয়ে বড় ভূমিক??? রাখে। যদি আপনি একদিন ভালো করে পরের দিন আবার খারাপ করেন, তাহলে কোনো কিছুই কাজে আসবে না। আমরা এমন অনেকবারই দেখেছি বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচে হার।’
আগামী ৭ নভেম্বর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের এটাই মোক্ষম সুযোগ ছোট ফরম্যাটে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারানোর।