promotional_ad

দলকে কী দিয়েছি সেটা গুরুত্বপুর্ণঃ মেহেদি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে মিরপুরে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে খুলনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইমরুল কায়েস-এনামুল হক বিজয়রা। দলের জন্য পুরো ম্যাচে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তরুণ মেহেদী হাসান। 


প্রথম ইনিংসে ৮০ রানেই ৮ উইকেট হারানো খুলনাকে ২৩৩ রানের পুঁজি এনে দেয়ার পথে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ। দ্বিতীয় ইনিংসেও তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে।



promotional_ad

বোলিংয়েও দলকে সাফল্য এনে দিতে সক্ষম ছিলেন ডানহাতি এই স্পিনার। সতীর্থ আব্দুর রাজ্জাক দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১২ উইকেট। মেহেদীর শিকার ৫ উইকেট। 


ব্যাটিং-বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী দলের জন্য অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত। জানিয়েছেন, দলের জন্য কতটুকু করতে পেরেছেন, দলকে কী দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তাঁর কাছে। মেহেদী বলেন, ‘ইনিংসটা তো অবশ্যই অনেক বড় বিষয়।’


‘কারণ আপনি চাইলেও এখান থেকে বড় ইনিংস খেলা সম্ভব নয়। সেক্ষত্রে কঠিন ছিল তবে চেষ্টা করেছি, পেরেছি। দলের জন্য খেলতে পারাটা সবথেকে গুরুত্বপুর্ণ, দলের জন্য কতটুকু করতে পারছি, দলকে কী দিয়েছি সেটা খুব গুরুত্বপুর্ণ।’
 
ঘরোয়া লিগে এমন চাপের মুখে খেলে সাফল্য পাওয়াটা ভবিষ্যতে তাঁর জন্য ভালো হবে বলে মনে করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। মেহেদী আরও বলেন, ‘আসলে অবশ্যই চাপ থাকে কিন্তু আমি যেভাবে ক্রিকেট খেলি, আমি স্বাভাবিক ক্রিকেটই খেলি। আমি ইতিবাচক থাকি, এভাবে খেলতে খেলতে আমি অভ্যস্ত।’



‘কিছু পরিবর্তন করি কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে যদি আমি উন্নতি করতে পারি, এখান থেকে পরিস্থিতি সামাল দেওয়াটা শিখতে পারলে আমার জন্যই ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball