গোলাপি বলে অনভিজ্ঞ হলেও রোমাঞ্চিত বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। এবার বাংলাদেশ এবং ভারত এই মাসের শেষের দিকে মাঠে নামতে যাচ্ছে দিবারাত্রির টেস্টে।
২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে এই দুই দল। যদিও ম্যাচটিতে মাঠে নামার আগে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তাই কলকাতায় একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস জানাচ্ছেন, বাংলাদেশের মতো ভারতেরও অভিজ্ঞতা না থাকায় দিবা-রাত্রির টেস্ট নিয়ে দুই দলই রোমাঞ্চিত।
মঙ্গলবার গোলাপি বলে মিরপুরে অনুশীলন করেছেন ইমরুল। আগে থেকেই নিজেকে প্রস্তুত করছেন মাঠের লড়াইয়ের জন্য। সাংবা??িকদের সঙ্গে আলাপকালে ইমরুল বলেন, 'খেললে তো অবশ্যই ভালো হতো। কারণ আমরা তো অভ্যস্ত না, ওখানেই প্রথমবার। ভারতও কখনও খেলে নাই, আমরাও খেলি নাই। দুইটা দলের জন্যই অভিজ্ঞতা হবে বলা যায়। দুই দলই রোমাঞ্চিত।'
চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় পুরো সিরিজে দলকে আরও আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস করেন ইমরুল। এমনকি টেস্ট সিরিজেও টি-টোয়েন্টি সিরিজের ফলাফল প্রভাব ফেলবে বলে ধারণা তার।
ইমরুল বলেন, 'দেখেন ভারতের মাটিতে গিয়ে আমরা একটা ম্যাচ জিতেছি। এটা অবশ্যই দলকে অনেক আত্মবিশ্বাসী করবে, অনেক বুস্ট আপ করবে। আসলে সবাই জানেন ভারত কীভাবে দেখে, কীভাবে নেয় আমাদের। খুবই দুর্দান্ত, আর আমরা যারা যাবো তারাও গর্ববোধ করব।'