মুশফিককে আইডল মানেন ভারতীয় নারী ক্রিকেটার

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে আইডল মানেন ভারতের সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ নারী ক্রিকেট দলের ঋদ্ধি রুপারেল। সৌরাষ্ট্রের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেন রুপারেল। দলের টপ অর্ডার ব্যাটসম্যান তিনি।
মুশফিকের মতো রুপারেলও ছোটখাটো গড়নের। একইসঙ্গে মুশফিকের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যানও তিনি। যে কারণে বাংলাদেশের তারকা এই ক্রিকেটারকে অনুসরণ করেন রুপারেল। সঙ্গে ব্যাট হাতে মুশফিকের দৃঢ়তা এবং ধৈর্যশীলতা বেশি অনুপ্রাণিত করে রুপারেলকে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ে বাংলাদেশের হয়ে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন মুশফিক। ম্যাচের ১৯তম ওভারে এসে ভারতের পেসার খলিল আহমেদকে চার বলে চারটি বাউন্ডারি মেরে ম্যাচের চিত্র পাল্টে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। এমনকি এর আগের ওভারে ক্রুনাল পান্ডিয়ার হাতে জীবন পেয়েও মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি মুশফিকের। যা মনে ধরেছে রুপারেলের।

রুপারেল বলেন, 'আমি তাকে আদর্শ মনে করি। কারণ আমিও উইকেটকিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান। শুরুতে উনি কিছুটা সময় নেন, পরে হুট করে খেলাটা বদলে দেন। ক্যাচ পড়ার (ক্রুনাল পান্ডিয়ার হাত থেকে) পরও তার ভাবভঙ্গি ইতিবাচক ছিল।'
'তাঁর উচ্চতা আমার মতো। আমি সব সময় আমার উচ্চতার উইকেট কিপারদের আদর্শ মানি। গত ম্যাচে উনি যেভাবে খেলেছেন, সেটা ছিল দারুণ। ক্যাচটা পড়ার পরে চারটা বাউন্ডারি মেরে উনি যেভাবে খেলা শেষ করেছেন, তা উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো।'
গত বছর নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে খেলেছেন রুপারেল। সে সময় মুশফিকের এবং সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেখা হয়নি। এবার ভারতের মাটিতে খেলতে গেছে বাংলাদেশ। রাজকোটে মুশফিকের সঙ্গে দেখা করেছেন তরুণ নারী এই ক্রিকেটার।
'গত বছর আমি যখন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে বাংলাদেশে খেলতে গেলাম, তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সাকিব আল হাসানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তারা কোনো এক টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন।' যোগ করেন রুপারেল।
এখন পর্যন্ত সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১১টি টি-টোয়েন্টি এবং ২০ ওয়ানডে খেলেছেন রুপারেল। সিনিয়র দলের হয়ে ২৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।