promotional_ad

টানা দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে সফরকারী ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর এরই সঙ্গে সিরিজে ২-১ এ এগিয়ে গেছে তারা। নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৬৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম সাউদির দল। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক সাউদি। এরপর খেলতে নেমে কলিন ডি গ্র্যান্ডহোম এবং মার্টিন গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। 


৩টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে মাত্র ৩৫ বলে ৫৫ রান করেন অলরাউন্ডার গ্র্যান্ডহোম। ৭টি চারে ১৭ বলে ৩৩ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দেন ওপেনার গাপটিল। এছাড়া রস টেলর ২৭ এবং জিমি নিশাম ২০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট নিয়েছেন টম কারান। এছাড়া একটি উইকেট পেয়েছেন সাকিব মাহমুদ, টম কারান, প্যাট ব্রাউন এবং ম্যাট পারকিনসন।  



promotional_ad

১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে লোকি ফার্গুসন এবং ব্লেয়ার টিকনারের দুর্দান্ত বোলিংয়ে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। ২৫ রান খরচায় ২টি উইকেট নেন ফার্গুসন ও টিকনার। আর একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ইশ সোধি। 


নিউজিল্যান্ডের বোলারদের দারুণ বোলিংয়ের সামনেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইংল্যান্ড ওপেনার ডেভিড মালান। একটি ছক্কা এবং ৮টি চারের সাহায্যে ৩৪ বলে ৫৫ রান করেন তিনি। দারুণ খেলেছেন তিন নম্বরে নামা জেমস ভিন্সও। ৩৯ বলে ৪৯ রান করেন তিনি। যেখানে ছিল একটি ছক্কা এবং ৪টি চার। যদিও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে ব্যর্থ হন মালান ও ভিন্স।  


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ডঃ ১৮০/৭ (২০ ওভার) (গ্র্যান্ডহোম ৫৫, গাপটিল ৩৩; টম কারান ২/২৯)



ইংল্যান্ডঃ ১৬৬/৭ (২০ ওভার) (মালান ৫৫, ভিন্স ৪৯; ফার্গুসন ২/২৫) 


ম্যাচ সেরাঃ কলিন ডি গ্র্যান্ডহোম 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball