এবাদত-নাসুমে তিন দিনেই জিতল সিলেট

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
এবাদত হোসেন ও নাসুম আহমেদের বোলিং তোপে বরিশাল বিভাগকে ইনিংস এবং ৩২ রানে হারিয়েছে সিলেট বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের খেলায় তৃতীয় দিনেই জয় নিয়ে মাঠ ছেড়েছে অলক কাপালির সিলেট। জাতীয় লিগে এটি সিলেটের দ্বিতীয় জয়।
দুই দলের প্রথম ইনিংসেই ম্যাচের পার্থক্য তৈরি হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বরিশালকে একাই কোণঠাসা করে রাখেন সিলেটের পেসার এবাদত হোসেন। পাঁচ উইকেট নিয়ে বরিশালকে ১৬২ রানে গুঁটিয়ে দেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় পাঁচ উইকেট ছিল তাঁর। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ৩২২ রান সংগ্রহ করে সিলেট। প্রথম ইনিংসেই ১৬০ রানের লিড পায় তারা।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বরিশাল। ৬ ওভারে এক উইকেট হারায় দলটি। ৯ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করে বরিশাল। দিনের প্রথম ঘণ্টায় আরও ২ উইকেট হারায় মোহাম্মদ আশরাফুলরা।

দিনের প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে ফেরেন ২ রানে দ্বিতীয় দিনে অপরাজিত থাকা আশরাফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন এবাদত, শাহানুর রহমান। শেষের দিকে এসে বরিশাল শিবিরে ধস নামান প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া নাসুম। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন ৪ উইকেট।
ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বরিশালের হয়ে সর্বোচ্চ রান করেছেন সোহাগ গাজি এবং শাহরিয়ার নাফিস। ৩৭ রান করেছেন গাজি এবং নাফিস করেছেন ৩২ রান। এই ইনিংসেও সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন এবাদত।
সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৫৭.১ ওভারে ১৬২/১০ (নুরুজ্জামান ৪০, সালমান ২৫; এবাদত ৫/৩৬, নাসুম ৩/৫৭)।
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ১১৩.১ ওভারে ৩২২/১০ (শানাজ ৭৩, জাকির ৫৩; মনির ৩/৬৯, আশরাফুল ১/৫৩)।
বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৪৫.১ ওভার ১২৮/১০ (সোহাগ গাজি ৩৭, নাফিস ৩২; নাসুম ৪/৫, এবাদত ৩/২৮)।