মুশফিক নিজেই নিজের ভাগ্য গড়েছেঃ হার্শা

ছবি: ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে মাত্র ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষকের ব্যাটে প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাঙ্গালুরুর মাটিতে এমন আরেকটি সুযোগ এসেছিল মুশফিকের সামনে। কিন্তু সেবার ৩ বলে ২ রান দরকার থাকা অবস্থায় বাংলাদেশকে জয়ের বন্দরে না পৌঁছে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।
এবার সেই ভুল করেননি মুশফিক। তাই তো কমেন্ট্রি বক্সে থাকা হার্শা ভোগলে ম্যাচের সময় বলছিলেন, 'সে আগেও এমন পরিস্থিতিতে পরেছে, কতটা বেদনাদায়ক হতে পারে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে না পারাটা সেটা মুশফিক জানে।'

ব্যাঙ্গালুরুতে সেবার না পারলেও সাড়ে তিন বছর পর দিল্লীতে বিশ্বকাপের আক্ষেপ কিছুটা হলেও দূর করতে পেরেছেন মুশফিক। হার্শা ভোগলে মনে করেন, মুশফিক নিজের ভাগ্য নিজেই গড়ে নিয়েছেন এই ম্যাচে।
টুইটারে হার্শা লিখেছেন, 'প্রতিপক্ষ হিসেবে ভারতের বিপক্ষে মুশফিকের গড় সব চেয়ে বেশি। সে আজ নিজের ভাগ্য নিজে গড়েছে। অভিনন্দন তাকে।'
ভারতের পেসার খলিল আহমেদের করা ১৯তম ওভার থেকে ১৮ রান তুলেন মুশফিক-মাহমুদউল্লাহরা। এর মধ্যে টানা চার বলে চারটি চার মারের মুশফিক। মূলত এই ওভারেই ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'অনেক দর্শকের সামনে খেলা বিশেষ কিছু। আমি এবং সৌম্য কথা বলছিলাম, খেলাটাকে খুব কাছে নিয়ে যাওয়ার জন্য এবং পেসারদের বিপক্ষে একটি ওভারে ১৫-২০ রানের লক্ষ্য ঠিক করেছিলাম। কারণ স্পিনারদের মারা খুব কঠিন ছিল।'