promotional_ad

হার্শার চোখে বাংলাদেশের জয়ের নায়ক আফিফ-বিপ্লব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে বাঁহাতি স্পিনার ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ। ৪ বছর পর ভারতের বিপক্ষে দিল্লীতে আবারও দেখা গেল বাঁহাতি স্পিনার বিহীন বাংলাদেশকে। নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান। 


স্কোয়াডে থাকা বাকি দুইজন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং আরাফাত সানিকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছে টিম ম্যানেজম্যান্ট। তবে, এই ভিন্ন পরিকল্পনা অবশ্য কাজে এসেছে দলের জন্য।



promotional_ad

দিল্লীতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ৬০ রানের ইনিংসের ওপর ভর করে জয় পায় মাহমুদউল্লাহবাহিনী।


মুশফিক ম্যাচ জেতালেও বোলিংয়ে লেগ স্পিনার আমিনুল ইসলা বিপ্লব এবং আফিফ হোসেনের সম্মলিতভাবে করা ৬ ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। 


নিজের টুইটারে হার্শা লিখেছেন, 'বাংলাদেশের তরুন দুই স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং আফিফ হোসেন অসাধারণ বোলিং করেছে। তাঁদের সম্মলিতভাবে করা ৬ ওভারই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে বলে মনে করি।'  



বিপ্লব ৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তুলে নেন লকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারের উইকেট। আর ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন অলরাউন্ডার আফিফ হোসেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball