অভিনন্দন বাংলাদেশঃ সাকিব আল হাসান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের মেরুদন্ড ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে দলের সঙ্গে নেই অলরাউন্ডার। ভারতের মাটিতে তাঁকে ছাড়াই গিয়েছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম এই সেরা এই অলরাউন্ডার দলে না থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহবাহিনী।
দিল্লীতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। চাপের মধ্যে থেকেও দলের এমন জয় দেখে উচ্ছ্বসিত সাবেক এই অধিনায়ক।

নিজের ফেসবুক পেইজে বাংলাদেশের জয়ের পর এক পোস্টে সাকিব লিখেছেন, 'চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহুর্ত৷'
গেল ৩১ অক্টোবর ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
পরের বছর ক্রিকেটে ফিরতে পারলেও আইসিসির সকল নির্দেশনা মেনে চলতে হবে তাকে। তবে, আপাতত আলোচনায় কেবল পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রথম বছরটি। তাই সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সাকিবকে।
এই কারণে ভারত সফরে দলের সঙ্গে নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু দিল্লীতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার অভাব টের পেতে দেননি মুশফিকুর রহিম। ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।