রাজ্জাকের ১০ উইকেট, অস্বস্তিতে রংপুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে খুলনা বিভাগের বিপক্ষে ৫৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছে রংপুর বিভাগ। দিন শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৭ রান।
সরোহওয়ার্দী শুভ (২৪) এবং নাঈম ইসলাম (১১) রান করে শিকার হয়েছেন আব্দুর রাজ্জকের। মেহেদি মারুফ (২৩) এবং মাহমুদুল হাসান (১) রানে সাজঘরে ফিরেছেন। খুলনার হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ২ উইকেটে ২৪ রান নিয়ে খেলা শুরু করে খুলনা বিভাগ। ব্যাটিংয়ে নেমে রংপুরের পেসার রবিউল হকের বোলিং তোপের মুখে পরে খুলনা। দলীয় ১০০ রানের আগেই ৮ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে খুলনা।
সে সময় দলের পক্ষে হাল ধরেন মেহেদী হাসান এবং রুবেল হোসেন। নবম উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেন তারা। মেহেদি তুলে নেন অসাধারণ সেঞ্চুরি। দলীয় ২১৩ রানে মাকিদুল ইসলামের শিকার হয়ে মেহেদি ফেরেন ১১৯ রানে।
শেষ পর্যন্ত ২৩৩ রানে গুটিয়ে যায় খুলনা। মেহেদি ছাড়া খুলনার হয়ে রুবেল হোসেনের ব্যাট থেকে আসে ৩৬ রান। রংপুরের হয়ে ৪১ রান দিয়ে রবিউল নেন ৫ উইকেট। এছাড়া মাকিদুল ইসলাম এবং সাজেদুল ইসলাম নেন ২টি করে উইকেট।
এর আগে প্রথম দিন ২২৪ রানে অল আউট হয় রংপুর। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। খুলনার হয়ে ৬৯ রান দিতে ৭ উইকেট তুলে নেন স্পিনার আব্দুর রাজ্জাক। প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার।