বৃষ্টি বাঁচিয়ে দিল পাকিস্তানকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানকে। ভেসে গেছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। ১৫ ওভারে ১১৯ রানের লক্ষ্যে ৩.১ বলে ৪১ রান স্কোরবোর্ডে তুলে অস্ট্রেলিয়া।
এর আগে টসে জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি দলপতি অ্যারন ফিঞ্চ। ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামানের উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ০ রানে মিচেল স্টার্কের বলে বোল্ড হন এই ওপেনার।

এরপর কেন রিচার্ডসনের বলে ৪ রানে বিদায় নেন হারিস সোহেল। ২ উইকেট হারালেও অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। ৩১ রানে অ্যাস্টন আগারের বলে রিজওয়ান ফিরলেও বাবর তুলে নেন ফিফটি।
আসিফ আলী ১১ এবং ইমাদ ওয়াসিম ১ রানে বিদায় নিলে ১০০'র আগে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এর খানিক পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
বাবর ৩৮ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। জি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন দুটি করে উইকেট পান। অ্যাশটন অ্যাগার একটি উইকেট তুলে নেন।
বৃষ্টি থেমে গেলে জয়ের জন্য ১৫ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। সেই লক্ষ্যে নেমে পাকিস্তানের বোলারদের ওপর তান্ডব চালান অ্যারন ফিঞ্চ। ৩.১ ওভারে ৪১ রান তোলার পর ফের বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।
১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। ওয়ার্নার ২ রানে অপরাজিত থাকেন। এরপর বৃষ্টি না থামায় আম্পায়াররা ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।