সাকিব বিহীন বাংলাদেশের নতুন লড়াই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সফরের মিশন শুরু করবে বাংলাদেশ।
শক্তিমত্তা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের দিক দিয়ে বাংলাদেশের তুলনায় অনেকখানি এগিয়ে ভারত। এছাড়া দুই দলের মধ্যকার লড়াইয়ে স্বাগতিকদের ধারের কাছেও নেই সফরকারীরা। যে কারণে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে রোহিত শর্মার দল।
বাংলাদেশকে মাঠের লড়াইয়ে ভারতকে টক্কর দিতে হলে শতভাগের ওপর দিতে হবে। আর সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার যে বোঝা ৪-৫দিন ধরে বয়ে বেড়াচ্ছেন ক্রিকেটাররা, তা এই ম্যাচের ইতিবাচক ফলাফল কিছুটা হলেও কমিয়ে দিতে পারে।

এদিকে দিল্লির দূষিত বায়ুতে খেলতে হবে দুই দলকে। যদিও অনুশীলনে কোনো ঘাটতি রাখেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এই সিরিজে না খেললেও দলের ব্যাটসম্যানদের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট।
তবে সাকিব না থাকায় তাঁর জায়গা পূরণে হিমশিম খেতে হতে পারে দলকে। তাঁর জায়গায় বাংলাদেশকে খেলাতে হবে দুইজনকে। উইকেট আর মাঠের কন্ডিশন বিবেচনায় ব্যাটিংয়ে সাকিবের তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছরের তরুণ বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে।
অথবা আফিফ হোসেন বা মোহাম্মদ মিঠুনও হতে পারেন এই সমস্যার সমাধান। আর বোলার সাকিবের শূন্যস্থান পূরণে একাদশে দেখা যেতে পারে আরাফাত সানিকে। একজন অতিরিক্ত স্পিনার খেলাতে চাইলে তাইজুলকে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে ভারতের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়রকে। অভিষেক হতে পারে হার্ড হিটিং ব্যাটসম্যান শিভাম দুবের। এছাড়া লোকেশ রাহুলের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ সঞ্জু স্যামসন।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
ভারত স্কোয়াড: শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, সাঞ্জু স্যামসন, ঋশাভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, সিদ্ধার্থ ঠাকুর।