সেই সাব্বিরই থাকছেন না টি-টোয়েন্টি সিরিজে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাব্বির রহমান। ৬ ম্যাচে ৪৭.২০ গড়ে ২৩৬ রান করেন তিনি। যেখানে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
সর্বোচ্চ রান সংগ্রাহক সেই সাব্বিরই সুযোগ পাননি ভারতের টি-টোয়েন্টি সিরিজে। বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মিশনে নামবে তখন দেশের মাটিতে রাজশাহী বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলবেন তিনি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৮ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিতে ১৬৫ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩৩।
এরপর তালিকায় যথাক্রমে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। ৮ ম্যাচে ২২ গড়ে ১৩২ রান সংগ্রহ করেছেন ভারত সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ।
৭ ম্যাচে ১৮ গড়ে ১২৬ রান নিয়ে এরপরের স্থানে আছেন ওপেনার তামিম ইকবাল। আর ভারতের বিপক্ষে ৬ ম্যাচে ৬২ রান সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।