সমতায় ফেরার মিশনে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে ইয়ন মরগানের দল। জয়ের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তাঁরা। অপরদিকে সিরিজে ফেরার মিশন নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম সাউদির নিউজিল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বল হাতে নিস্প্রভ ছিলেন ডানহাতি পেসার স্কট কুজ্ঞেলেইন। তিন ওভারে ৩৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন তিনি।
রবিবারের ম্যাচে কুজ্ঞেলেইনের পরিবর্তে আরেক ডানহাতি পেসার ব্লেয়ার টিকনারের উপর ভরসা রাখতে পারে কিউই টিম ম্যানেজমেন্ট। চলতি বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২৬ বছর বয়সী টিকনারের। এ ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই নিউজিল্যান্ড শিবিরে।
নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা থাকলেও উইনিং কম্বিনেশন ঠিক রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কলিন মুনরো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, স্কট কুজ্ঞেলেইন/ ব্লেয়ার টিকনার, টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন ও ইশ সোধি।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), লুইস গ্রেগরি, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম কারান, আদিল রশিদ ও প্যাট ব্রাউন।