promotional_ad

ভারত সিরিজের পর অধিনায়কত্ব ইস্যুতে বসবে বিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসান ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাই ভারত সফরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মমিনুল হকের কাঁধে। তবে, দুজনকে শুধু এই সিরিজের জন্য পরিকল্পনা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। ভারত সফর পর অধিনায়কত্বের বিষয়টি নিয়ে আলোচনা করে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয়া হবে।



promotional_ad

নিজাম উদ্দিন বলেন, 'দেখেন সাকিব আমাদের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক ছিল। আমাদের সামনে ভারত সফর আছে, দল চলেও গিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত আলোচনার দরকার ছিল। পরবর্তীতে এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।'


এবারই প্রথম বাংলাদেশ দলের অধিয়ানায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মমিনুল। এর আগে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি 'এ' দলের অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এর আগে বেশ কয়েকবার এই দায়িত্ব পালন করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তার অধীনে সাফল্যও পেয়েছে বাংলাদেশ দল। যে কারণে অভিজ্ঞ রিয়াদের ওপরই আস্থা রেখেছে বোর্ড।



গেল মঙ্গলবার ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার তাঁকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


আগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball