সাকিবের শাস্তি কমাতে উদ্যোগ নেবে বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শর্তসাপেক্ষে ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার তাঁকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও কমে যেতে পারে সাকিবের এই শাস্তির মেয়াদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিশ্বসেরা এই অলরাউন্ডারের শাস্তি কমানোর বিষয়ে বিসিবির করনীয় খুবই সীমিত। সুযোগ থাকলে বিষয়টি নিয়ে কাজ করবেন তাঁরা। তবে, সেটা কবে নাগাদ করা হবে নিশ্চিত করেননি নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার নিজামউদ্দিন বলেন, দেখুন এই বিষয়ে বিসিবির করনীয় খুবই সীমিত। যেহেতু সাকিব এই বিষয়টি স্বীকার করে একটি চুক্তির মধ্যে চলে গিয়েছে। তারপরেও আমরা দেখব।
আইনি বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। আমরা ইতোমধ্যে আমাদের আইনি বিভাগের সঙ্গে কথা বলছি। এই বিষয়ে কোন সুযোগ আছে কিনা, সেটা আমরা ওয়ার্ক আউট করব।
তিনটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। যার কোনোটি আইসিসি বা বিসিবিকে অবগত করেননি সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের এই টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
এর মধ্যে রয়েছে ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচ। সব মিলিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এই শাস্তি দেয় আইসিসি।