সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনাল খেলবঃ মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান সতীর্থদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন। সাকিবের নেতৃত্বে ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, বলেই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২০০৬ সাল থেকে একসঙ্গে খেলে আসছেন সাকিব-মাশরাফি। ১৩ বছরের সঙ্গীর এমন খারাপ অবস্থায় পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেননি মাশরাফি। মঙ্গলবার (২৯ অক্টোবর) নিষেধাজ্ঞা পান সাকিব, সেই রাতেই নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় সাকিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন ওয়ানডে অধিনায়ক।

যেখানে সাকিবের মাথায় হাত বুলেই দিচ্ছিলেন মাশরাফি। সঙ্গে নিজের কথাগুলো জুড়ে দেন তিনি, “১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে খেলব আমরা। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!”
সাকিবের পাশে দাঁড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিবকে বুকে জড়িয়ে রাখা ছবি দিয়ে লিখেছেন, “এখনও তুমি আমাদের মধ্যে সেরা এবং সেরাই থাকবে। আমার সমর্থন তোমার সঙ্গে আছে। স্রষ্টা তোমার সহায় হোন। আরও ভালোভাবে ফিরে আসো চ্যাম্প!”
সাকিবের সঙ্গে বয়সভিত্তিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলে আসছেন মুশফিকুর রহিম। সতীর্থের এমন সময়ে আবেদ ধরে রাখতে পারেননি তিনি, “বয়সভিত্তিক…আন্তর্জাতিক… ১৮ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটে একসঙ্গে পথচলা… তোমাকে ছাড়া মাঠে নামার কথা ভাবলেও কষ্ট হয়। আশা করি, চ্যাম্পিয়নের মতোই তুমি ফিরে আসবে দ্রুত। আমার সমর্থন সবসময়ই তোমার পাশে থাকবে। গোটা বাংলাদেশের সমর্থনও। শক্ত থাকো, ইনশাল্লাহ।”
বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ, ডানহাতি ওপেনার লিটন দাস; সবাই সাকিবকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে আরও পরিণত হয়ে ফিরে আসার শুভকামনা জানিয়েছেন সকলে।