এটা খুবই বড় আঘাত, রাগও হয়েছেঃ পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় আঘাত পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দেশসেরা এই ক্রিকেটারের এমন সংবাদে প্রথমে রাগও হয়েছে তাঁর, স্বীকার করেছেন পাপন নিজেই।
দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। পরের এক বছর খেলার চালিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে তাঁকে।

বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে ছাড়াই ভারত সফর করতে হবে বাংলাদেশকে। আগামী এক বছরে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। এমনকি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপও সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে। সাকিবের বিকল্প নেই বাংলাদেশ দলে। এমন ক্রিকেটারকে না পাওয়া একটি দলের জন্য খুব বেশি হতাশার।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে নিষেধাজ্ঞা ইস্যুতে লিখিত বক্তব্য পেশ করেছেন সাকিব। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি পাপনও। সে সময় পাপন বলেন, 'আমরা অবশ্যই মর্মাহত, এর চেয়ে খারাপ লাগার কিছু আর হতে পারে না। আমি বহুবার বলেছি দুইজন ক্রিকেটারের বিকল্প আমাদের নেই, এক অধিনায়ক মাশরাফি, দুই ক্রিকেটার সাকিব। অন্য সব ক্রিকেটারের বিকল্প পেলেও সাকিবের বিকল্প পাওয়া কঠিন।'
'এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের। রাগও হয়েছে ও কেন আগে জানালো না। এটা তো রাগ হবেই। কিন্তু কখনও প্রকাশ করিনি। সাকিবের খেলতে না পারাটাই আমার জন্য সবচেয়ে বেদনার। আপনারা জানেন যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ খেলতে যাচ্ছি ভারতে। এরপর কথা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। সব পরিকল্পনা সাকিবকে ঘিরেই। এ জন্যই তাকে আমরা অধিনায়ক বানিয়েছি।'
২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এই এক বছরে নিজেকে আরও সামর্থ্যবান ক্রিকেটারে পরিণত করবেন সাকিব, বিশ্বাস পাপনের। দলের জন্য শক্তিশালী ক্রিকেটার হয়ে ফিরে আসবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, প্রত্যাশা সকলের।