সাকিবের শাস্তি আরও দীর্ঘ হওয়া উচিত ছিলঃ ভন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জন্য কোনো সমবেদনা নেই মাইকেল ভনের। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করছেন, এমন ভুলের শাস্তি আরও দীর্ঘ হওয়া উচিত।
দুর্নীতি থেকে দূরে থাকতে ক্রিকেটারদের সব সময়ই নির্দেশনা দিয়ে আসছে আইসিসি। একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে এমন ভুল সাকিবের কাছে প্রত্যাশিত ছিল না। যে কারণে আরও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল সাকিবের, মনে করছেন ইংলিশ অধিনায়ক।

টুইটারের পাতায় ভন লিখেছেন, 'সাকিব আল হাসানের জন্য কোনো সমবেদনা নেই। এই যুগে ক্রিকেটারদের সবসময় নির্দেশনা দেয়া হয় তারা কি করতে পারবে, আর কি করতে পারবে না। দুই বছর পর্যাপ্ত নয়। আরও দীর্ঘ হওয়া উচিত ছিল।'
২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। এই সিরিজে দুইবার আগারওয়াল নামের ব্যক্তি থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পান তিনি।
একই বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচেও গড়পড়তার প্রস্তাব পান সাকিব। চার মাসে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
যার ফলে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছে সাকিবকে। যেখানে এক বছর পূর্ণ নিষেধাজ্ঞায় থাকবেন তিনি, অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। পরবর্তী এক বছর খেলা চালিয়ে যাওয়ার সঙ্গে আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে সাকিবকে।