সাকিবের নিষেধাজ্ঞায় পর কী বলছেন হার্শা-আকাশরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২ বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের এই টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ককে আইসিসির দুর্নীতি বিরোধী ৩টি ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনটি ধারাতেই বলা হয়েছে সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হয়েছেন।
ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। এই নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর ২০১৯ থেকে শুরু হয়ে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিষিদ্ধ করায় ক্রিকেট বোদ্ধারা টুইটারে নিজেদের মন্তব্য দিয়েছেন। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য টুইটগুলো তুলে ধরা হলো।
হার্শা ভোগলেঃ সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার খবরটি পেয়েছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ধাক্কা এটি। বাংলাদেশের সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটার সে। তার কাছে সুযোগ ছিল সবার জন্য এক্সাম্পেল সেট করার এই বিষয়টি সবাইকে জানানোর মাধ্যমে।
আকাশ চোপড়াঃ ঝড় এসেছে বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
মাইকেল ভনঃ কোন প্রকার সহানুভূতি নেই সাকিব হোক বা অন্য কেই। আমার মনে হয় না দুই বছর যথেষ্ট ছিল তার জন্য। তাঁকে আরও বড় শাস্তি দেয়া উচিৎ ছিল।
নিক হোল্টঃ দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা।