অনুমতি নিয়েই প্রস্তুতি ম্যাচ খেলছেন না সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন ছিলেন না সাকিব আল হাসান। দ্বিতীয় দিন অনুশীলনে এসে নিজেকে ঝালাই করে নেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
ক্যাম্প শেষে লাল দল এবং সবুজ দলে ভাগাভাগি হয়ে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচে লড়ছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কিন্তু এই দুটি প্রস্তুতি ম্যাচেই ছিলেন না সাকিব আল হাসান।

জানা গিয়েছে, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অনুমতি নিয়েই প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দিয়েছেন।
আকরাম খান বলেন, 'দুইদিন অনুশীলন করেনি এটা কোচের অনুমতি নিয়েছে। এ কারণে সে ম্যাচ খেলছে না এবং কালকে আমরা বিস্তারিত জানিয়ে দেব। আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। কোচের সঙ্গে হয়তো হয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে হয়েছে কিনা জানি না।'
আগামী মাসের শুরুতে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। এরপর ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ভারত।
৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।