দুই উইকেট নেই লাল দলের, ক্রিজে মুশফিক-লিটন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা। রবিবার (২৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়িয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচ।
এ দিন ইমরুল কায়েস, ইয়াসির রাব্বি, নাঈম শেখের ব্যাটে ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করেছে সবুজ দল। দুর্দান্ত বোলিং করে প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন লাল দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং পেসার আবু হায়দার রনি। তিনটি করে উইকেট নিয়েছেন দুজনই।

১৪৪ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে লাল দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাঁদের সংগ্রহ ২ ওভারে ২ উইকেটে ২৩ রান। দলের হয়ে এখন ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস।
সংক্ষিপ্ত স্কোরঃ
সবুজ দলঃ ২০ ওভারে ১৪৩/৯ (ইয়াসির রাব্বি ৩৯, ইমরুল ৩২; বিপ্লব ৩/১৭, রনি ৩/২৯)।