লাল দলের হয়ে মাঠে ড্যানিয়েল ভেটরি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নভেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশের খেলোয়াড়রা। রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে মাঠে নেমেছেন ক্রিকেটাররা।
লাল দল এবং সবুজ দলে ভাগ হয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন মুশফিক-রিয়াদরা। প্রথম ম্যাচে এখন সবুজ দলের বিপক্ষে ব্যাটিং করছে লাল দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাঁদের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮০ রান।

সবুজ দলের হয়ে এখন ব্যাটিং করছেন ইয়াসির আলি রাব্বি এবং মেহেদি হাসান মিরাজ। সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, নাঈম শেখ, সাব্বির রহমান এবং মোহাম্মদ মিঠুন। লাল দলের হয়ে এখন বোলিং করছেন আমিনুল ইসলাম বিপ্লব।
এর আগে ম্যাচের অষ্টম ওভার বোলিংয়ে আসেন এই স্পিনার। সে সময় বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি মাঠে নেমে আম্পায়ারের পেছনে দাঁড়িয়ে এই স্পিনারকে বোলিংয়ে সাহায্য করছিলেন।
পুরো ওভার জুড়েই বিপ্লবের বোলিং দেখার পাশাপাশি তাঁকে সঠিক জায়গায় বোলিং কিভাবে করতে হয় তা বুঝিয়ে দিচ্ছিলেন ভেটরি। তার পরামর্শ মোতাবেক বোলিং করে প্রথম ওভারে উইকেট না পেলেও অল্প রান দেন এই স্পিনার।
অন্যদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলছে না বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আর এই ম্যাচে অংশ নিতে জাতীয় লিগ থেকে নিয়ে আসা হয়েছে নয় ক্রিকেটারকে।