promotional_ad

লাল দলের হয়ে মাঠে ড্যানিয়েল ভেটরি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নভেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশের খেলোয়াড়রা। রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে মাঠে নেমেছেন ক্রিকেটাররা।


লাল দল এবং সবুজ দলে ভাগ হয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন মুশফিক-রিয়াদরা। প্রথম ম্যাচে এখন সবুজ দলের বিপক্ষে ব্যাটিং করছে লাল দল। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাঁদের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮০ রান।



promotional_ad

সবুজ দলের হয়ে এখন ব্যাটিং করছেন ইয়াসির আলি রাব্বি এবং মেহেদি হাসান মিরাজ। সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, নাঈম শেখ, সাব্বির রহমান এবং মোহাম্মদ মিঠুন। লাল দলের হয়ে এখন বোলিং করছেন আমিনুল ইসলাম বিপ্লব।


এর আগে ম্যাচের অষ্টম ওভার বোলিংয়ে আসেন এই স্পিনার। সে সময় বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি মাঠে নেমে আম্পায়ারের পেছনে দাঁড়িয়ে এই স্পিনারকে বোলিংয়ে সাহায্য করছিলেন।


পুরো ওভার জুড়েই বিপ্লবের বোলিং দেখার পাশাপাশি তাঁকে সঠিক জায়গায় বোলিং কিভাবে করতে হয় তা বুঝিয়ে দিচ্ছিলেন ভেটরি। তার পরামর্শ মোতাবেক বোলিং করে প্রথম ওভারে উইকেট না পেলেও অল্প রান দেন এই স্পিনার।   



অন্যদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলছে না বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আর এই ম্যাচে অংশ নিতে জাতীয় লিগ থেকে নিয়ে আসা হয়েছে নয় ক্রিকেটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball