promotional_ad

ভারতের কথা ভেবে ব্যাকফুটে যেতে চাই নাঃ আল আমিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত প্রতিপক্ষ হলেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মেন্টাল ব্লক চলে আসে। এই মানসিক বাধার কারণেই ভারতের বিপক্ষে বেশ কয়েকবার জয়ের খুব কাছ গিয়ে ফিরে আসার বাজে অভিজ্ঞতা হয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিমদের। এই ভারতের বিপক্ষেই আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।


ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে ডাকা হয়েছে সাড়ে তিন বছর দলের বাইরে থাকা আল আমিন হোসেনকে। সর্বশেষ ভারতের মাটিতেই দেশের হয়ে খেলেছিলেন ডানহাতি এই পেসার। এবার সেখানেই প্রত্যাবর্তন পর্ব রাঙানোর অপেক্ষায় আছেন তিনি।



promotional_ad

ভারতে যাওয়ার আগে দুইদিন দলের সঙ্গে অনুশীলনে নিজেকে ঝালাই করে নিয়েছেন আল আমিন। শনিবার অনুশীলন শেষে বাংলাদেশের এই পেসার জানিয়েছেন, প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভেবে নিজেকে ব্যাকফুটে ঠেলে দিতে চান না তিনি। 


নিজের সবটুকু উজাড় করে দিয়ে দলের জন্য ভালো কিছু করতে চান আল আমিন। তিনি বলেন, ‘আমি আগেই যদি চিন্তা করি ভারত শক্তিশালী দল, বড় দল, তাহলে আমি আগেই ব্যাকফুটে।’ 


‘আমার যে পরিকল্পনা আছে, আমার যে সামর্থ্য আছে, সেটা দিয়েই খেলতে চাই। ভালো করতে পারলে আমার জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।’



ভারত সফরে টি-টোয়েন্টি স্কোয়াড দিলেও এখনও টেস্ট স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। আর এখনই টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া নিয়ে ভাবছেন না আল আমিন। 


আপাতত শুধু টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে ভাবতে চান জানিয়ে আল আমিন আরও বলেন, ‘এখন টি-টোয়েন্টি খেলা, এখন টি-টোয়েন্টি নিয়েই চিন্তা করছি। দলকে কীভাবে সাহায্য করা যায়, কীভাবে দলের জন্য অবদান রাখা যায় সেটা নিয়ে ভাবছি।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball