ভেটরির বিশেষ ক্লাসে বিপ্লব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শনিবার বিকেল ৩টায় ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ১০-১২ মিনিট পর মাঠে নামেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলাপ করতে করতে ড্রেসিং রুম থেকে সবার শেষে বের হন স্পিন কোচ ড্যানিয়েল ভেটরি। ড্রেসিং রুম থেকে বের হয়ে ভেটরি সোজা চলে চান মূল উইকেটের পাশের উইকেটে বসে থাকা কিউরেটর গামিনি ডি সিলভার কাছে।
সেখানে কিছুক্ষণ থাকার পর টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাদা করে কথা বলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। সাকিবের সঙ্গে ৭-৮ মিনিটের মতো আলাপ হয় কিংবদন্তি এই কিউই স্পিনারের।
এরপর গ্রান্ড স্ট্যান্ড থেকে একটু দূরে স্টাম্প গেড়ে আমিনুল ইসলাম বিপ্লবে সঙ্গে কাজ করা শুরু করেন ভেটরি। বিপ্লবের প্রথম ৮ বল স্টাম্পের পেছনে দাঁড়িয়ে দেখেন নিউজল্যিান্ডের সাবেক বাঁহাতি এই স্পিনার। এরপর বিপ্লবের সঙ্গে আলাপ শুরু করেন বাংলাদেশের নতুন এই স্পিন বোলিং কোচ।

ছোট্ট আলাপ শেষে স্টাম্পের পেছনে ফিরে বিপ্লবের বোলিং দেখা শুরু করেন ভেটরি। এরপর বাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে নির্দেশনা দেয়া শুরু করেন তিনি। তাঁর কথা মতোই বোলিং করার চেষ্টা শুরু করেন বিল্পব। কিন্তু কোচের ইচ্ছামতো ডেলিভারি দিতে পারছিলেন না বিপ্লব। পরে বিপ্লবের পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিতে থাকেন ভেটরি। এক পর্যায়ে ফুট ল্যান্ডিং নিয়ে বিপ্লবকে পরামর্শ দিতে দেখা যায় স্পিন বোলিং কোচকে।
চলমান ক্যাম্পের প্রথম দিনই বিপ্লবের সঙ্গে কথা বলেছেন ভেটরি। প্রথম দিন মূলত ভেরিয়েশন নিয়ে কথা হয়েছিল তাঁদের মাঝে। দ্বিতীয় দিন সেগুলোই মাঠে দাঁড়িয়ে দেখছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিসিবি থেকে বের হয়ে যাওয়ার আগে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বিপ্লব জানালেন, বোলিং টেকনিক এবং ভেরিয়েশন নিয়ে ভেটরির সঙ্গে কাজ করেছেন তিনি। প্রথম দিন গুগলি নিয়ে কথা হয়েছিল তাঁদের মাঝে।
বিপ্লব বলেন, ‘ও আমাকে প্রথম দিন দেখেছে। বিশেষ করে বলের বৈচিত্রগুলো নিয়ে কথা হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিলো গুগলি পারি কিনা, পরে বললাম যে পারি।’
‘বৈচিত্র, গুগলি এসবে কীভাবে আরও উন্নতি করা যায়, সেটা নিয়ে আজ কাজ করেছে। এ ছাড়া বোলিংয়ের কিছু কৌশল নিয়ে কাজ করেছি।’
জাতীয় লিগ থাকায় বেশিরভাগ ক্রিকেটার এখন ঢাকার বাইরে। যে কারণে স্পিনারদের নিয়ে সেভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না ভেটরি। আপাতত আমিনুল ইসলাম বিপ্লব ও আরাফাত সানির পেছনেই সময় ব্যয় করছেন নতুন স্পিন বোলিং কোচ।