promotional_ad

ব্যাটিং নয়, সাইক্লিংয়ে ঘাম ঝরালেন তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাজরের চোটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলা হয়নি তামিম ইকবালের। এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এই ওপেনার। 


যে কারণ ভারত সফরের আগে বাংলাদেশ দলের ক্যাম্পের প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। শুধু সাইক্লিং করে নিজেকে ঝালাই করে নিয়েছেন তামিম।



promotional_ad

এর আগে বেলা ৩টা থেকে শুরু হওয়া অনুশীলনে সতীর্থদের সঙ্গে হালকা গা গরম করে নেন তিনি। এরপরই সাইক্লিং করতে চলে যান দেশসেরা এই ওপেনার। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছিলেন, ৪-৫দিনের মধ্যে ব্যথা কমে যাওয়ার কথা এই ওপেনারের। তবে, ব্যথা না কমলে দীর্ঘমেয়াদী পরিকলপনা নেয়া হবে তামিমকে নিয়ে। 


দেবাশীষ বলেছিলেন, 'আমরা শেষবার যখন ওর অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম, তখন ওর ব্যথা ছিল এবং ব্যাটিং করার মতো ফিট ছিল না। এসব ক্ষেত্রে সাধারণত চার-পাঁচ দিনে ব্যথাটা কমে যায়। শুক্রবার ক্যাম্পে আসলেই মূলত পরবর্তী সিদ্ধান্ত নেয়া যাবে।'



'ব্যথা বেশি হলে প্রথম কিছু দিনের জন্য ওকে একটু সতর্ক থাকতে হবে। ব্যথা একেবারে না কমলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। তখন ভারতের বিপক্ষে সিরিজ না খেলারও সম্ভবনা রয়েছে।' দেবাশীষ আরও যোগ করেন। 


এদিকে ইনজুরির মাত্রা কমে গেলেও, ভারত সফরের শুরুর অংশ মিস করার সম্ভাবনা রয়েছে তামিমের। দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা সহধর্মিনী আয়েশা ইকবালের পাশে থাকার জন্য ছুটি নিতে পারেন এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball