ব্যাটিং নয়, সাইক্লিংয়ে ঘাম ঝরালেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাজরের চোটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলা হয়নি তামিম ইকবালের। এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এই ওপেনার।
যে কারণ ভারত সফরের আগে বাংলাদেশ দলের ক্যাম্পের প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। শুধু সাইক্লিং করে নিজেকে ঝালাই করে নিয়েছেন তামিম।

এর আগে বেলা ৩টা থেকে শুরু হওয়া অনুশীলনে সতীর্থদের সঙ্গে হালকা গা গরম করে নেন তিনি। এরপরই সাইক্লিং করতে চলে যান দেশসেরা এই ওপেনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছিলেন, ৪-৫দিনের মধ্যে ব্যথা কমে যাওয়ার কথা এই ওপেনারের। তবে, ব্যথা না কমলে দীর্ঘমেয়াদী পরিকলপনা নেয়া হবে তামিমকে নিয়ে।
দেবাশীষ বলেছিলেন, 'আমরা শেষবার যখন ওর অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম, তখন ওর ব্যথা ছিল এবং ব্যাটিং করার মতো ফিট ছিল না। এসব ক্ষেত্রে সাধারণত চার-পাঁচ দিনে ব্যথাটা কমে যায়। শুক্রবার ক্যাম্পে আসলেই মূলত পরবর্তী সিদ্ধান্ত নেয়া যাবে।'
'ব্যথা বেশি হলে প্রথম কিছু দিনের জন্য ওকে একটু সতর্ক থাকতে হবে। ব্যথা একেবারে না কমলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে। তখন ভারতের বিপক্ষে সিরিজ না খেলারও সম্ভবনা রয়েছে।' দেবাশীষ আরও যোগ করেন।
এদিকে ইনজুরির মাত্রা কমে গেলেও, ভারত সফরের শুরুর অংশ মিস করার সম্ভাবনা রয়েছে তামিমের। দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা সহধর্মিনী আয়েশা ইকবালের পাশে থাকার জন্য ছুটি নিতে পারেন এই ওপেনার।