পুরনো জায়গায় ফিরতে চান সানি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাড়ে তিন বছর পর আরাফাত সানি ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। সর্বোশেষ ভারতের মাটিতে দেশের হয়ে খেলেছিলেন এই স্পিনার। এবার সেই ভারতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি অধ্যায় শুরু করার অপেক্ষায় আছেন সানি।
শুক্রবার ভারত সফরের জন্য বাংলাদেশ দলের ক্যাম্পে নিজেকে ঝালাই করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। মিরপুরের ইন্ডোর গ্রাউন্ডে বোলিং করেছেন প্রায় ৫০ মিনিটের ওপর।
ভারতে যাওয়ার আগে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। নিজেদের সেরাটা দেয়ার পাশাপাশি, পুরনো জায়গায় নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে চান এই স্পিনার।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানি বলেন, 'তিন বছর আগে আমি ভারতে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েছিলাম, এবার সেখানে আবার সফর করছি।
অবশ্যই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো যেহেতু অনেক দিন পর আমি সুযোগ পেয়েছি। আমি আমার আগের জায়গাটা ধরে রাখার জন্য যা যা করার দরকার সেটাই করবো।'
ভারতের ব্যাটসম্যানদের আটকাতে প্রযুক্তির সাহায্য নেবেন সানি। কিভাবে তাঁদের বিপক্ষে বোলিং করলে সফল হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন এই স্পিনার।
'আমি অনেক দিন পর দলে। আজকেই প্রথম অনুশীলন শুরু হয়েছে। যেহেতু আমাদের কম্পিউটার এনালাইসিস আছে। ভিডিও দেখব আগে। কীভাবে তাদের আটকানো যায় বা বোলিং করতে ভালো করতে পারব।
সেটা নিয়ে আলোচনা করব। এখনও তেমন আলোচনা করিনি। এখনও সময় আছে। যাওয়ার আগে পরিকল্পনা করব এটা নিয়ে।' সানি আরও যোগ করেন।