পানি বহনকারীর ভূমিকায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের প্রস্তুতি ম্যাচে পানি আনা নেয়া করতে দেখা গেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারে এমন ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার সংগ্রহ তখন ছয় উইকেটে ১১০ রান। মরিসন এ সময় অস্ট্রেলিয়ার হলুদ ক্যাপ পরে মাঠে পানি নিয়ে প্রবেশ করেন। অজি ক্রিকেটার ক্রিস লিন এবং জেসন সাংঘাকে পানি খাওয়ান তিনি।

এরপর মাঠ থেকে বের হয়ে যান মরিসন। ক্রিকেট বিশ্বে আগে কখনোই এমনটা ঘটেনি। প্রস্তুতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এমন কাণ্ডে হতবাক হয়েছে সবাই।
ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মরিসনকে। তাঁর এমন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছে উপস্থিত সকলেই। প্রধানমন্ত্রী পানি বহন করার ম্যাচটিকে স্মরণ করে রেখেছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশ।
এক বল হাতে রেখে শ্রীলঙ্কাকে এক উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩১ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে ১৯.৫ ওভারে নয় উইকেটে ১৩২ রান করে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশ। ৫০ বলে ৭৯ রান করে ম্যাচ সেরা হন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যারি নিয়েলসেন।