শুক্রবার বিকালে সাকিব-তামিমদের ক্যাম্প শুরু

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২৫ অক্টোবর (শুক্রবার) থেকে ভারত সফরের ক্যাম্প শুরু করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথমদিনের ক্যাম্প শুরু হবে বেলা তিনটায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
ক্যাম্পের প্রথম দিন থেকে কোচিং স্টাফদের সবাই উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরিকেও শুক্রবার থেকেই পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী।

গেল সপ্তাহে ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডের জন্য দল ঘোষণা করে বিসিবি। যে কারণে শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী কোচিং স্টাফের সকলেই সকালের মধ্যে এখানে চলে আসবে।’
‘বেলা ৩টা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে। প্রথমবারের মতো ভেটরি আমাদের এখানে আসছেন। উনি আগামীকাল সকালে আসবেন। কালকে থেকে শুরু হওয়া ক্যাম্পে সবাইকে পাওয়া যাবে।’
ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়া নিয়ে অবশ্য শঙ্কা তৈরি হয়েছিল। বেতন-ভাতাসহ ১১ দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবির সঙ্গে বৈঠকের পর বুধবার রাতে এই ধর্মঘট প্রত্যাহার করে নেন সাকিব-তামিমরা।