দুনিয়ায় কোনো জায়গাই চিরস্থায়ী নয়ঃ আল আমিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধরার রাতে শেষ হয়েছে ক্রিকেটারদের আন্দোলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝতা হওয়ায় মাঠে ফিরছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। আন্দোলন প্রত্যাহারের ১২ ঘণ্টা পার না হতেই মিরপুরে দেখা মিলল দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া আল আমিন হোসেনের।
ডানহাতি এই পেসার সাড়ে তিন বছর পর ভারত সফরে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। এই সুযোগটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে চান তিনি। তাই তো অনুশীলন করতে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বৃষ্টির মাথায়ই মিরপুরের একাডেমিতে হাজির হয়েছিলেন আল আমিন।

শুক্রবার (২৫ অক্টোবর) থেকে শুরু হবে ভারত সফরের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প। এর আগে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজেকে ঝালাই করে নেন আল আমিন। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
দলে জায়গা ধরে রাখা যে সহজ কাজ হবে না তাঁর জন্য, সেটাও খোলামেলাভাবে বলে দিলেন এই পেসার। আল আমিন বলেন, ‘কোনো জায়গাই চিরস্থায়ী নয় দুনিয়াতে, কারণ আপনি জাতীয় দল বলেন বা এনসিএল বলেন, আপনি যখন ভালো খেলবেন তখন খেলতে থাকবেন।’
‘আর যখন খারাপ খেলবেন, তখন খেলবে পারবেন না। এটাই আসলে ফ্যাক্ট, জাতীয় দলে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন দায়িত্ব আমার সুযোগটি কাজে লাগানোর।’ আরও যোগ করেন আল আমিন।
ভারত সিরিজের আগে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন আল আমিন। ভালো কিছুর আশা নিয়েই ৩০ অক্টোবর দেশ ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের আগে আল আমিনের পায়ে হাল্কা চোট থাকলেও সেটা সেরে উঠেছে।
অভিজ্ঞ এই পেসার আরও বলেন, ‘আসলে শারীরিক এবং মানসিক; দুই দিক থেকেই প্রস্তত আছি। সবকিছু মিলিয়ে একটি ভালো ছন্দে আছি, আমার কাছে মনে হয়েছে যে আমি যথেষ্ট ভালো ফিট আছি এবং ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’