promotional_ad

ভারত সফরে তামিমকে নিয়ে শঙ্কা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পুরো ভারত সফরে ওপেনার তামিম ইকবালকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। ব্যক্তিগত কারণে আসন্ন সিরিজে পুরোপুরি পাওয়া যাবে না তাঁকে। জানা গেছে, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাঁর অবস্থার কথা জানিয়েছেন তামিম। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন দেশসেরা ওপেনার তামিম। এই সময় স্ত্রীর পাশে থাকতে চাইছেন তিনি। স্ত্রীর শারীরিক অবস্থা ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবেন তামিম।



promotional_ad

যদি পরীক্ষার ফলাফল ইতিবাচক হয় তাহলে সিরিজের শুরুতেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যথায়, স্ত্রীর সঙ্গে ব্যাংককে সময় কাটানোর পর দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এই ওপেনার।


তামিমের ব্যাক আপ হিসেবে ইমরুল কায়েসকে ইতোমধ্যে তলব করেছে বিসিবি। শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড খেলতে ইমরুলকে মানা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।


বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। আমাদের কিছু সময় দিন, এখনও আমাদের হাতে কিছু দিন আছে।'



বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম। বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজে বাজে পারফরম্যান্সের পর বিশ্রাম নেন এই বাঁহাতি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি।


এবার ভারত সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজে এবং টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball